হাইনানে বোয়াও ফোরামের পূর্ণাঙ্গ উদ্বোধনী অনুষ্ঠান
2024-03-28 15:34:54


মার্চ ২৮, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৪ এর পূর্ণাঙ্গ উদ্বোধনী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।  


ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও ল্যচি , পূর্ণাঙ্গ উদ্বোধনীতে যোগদান করেন। তিনি মূল বক্তব্য প্রদান করেন।


মঙ্গলবার শুরু হওয়া চার দিনব্যাপী এই সম্মেলনে ৬০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ২,০০০ প্রতিনিধি এবং প্রায় ৪০টি দেশ ও অঞ্চলের ১,১০০ জনেরও বেশি সাংবাদিক অংশগ্রহণ করেন।


‘এশিয়া ও দ্য ওয়ার্ল্ড: কমন চ্যালেঞ্জস, শেয়ারড রেসপনসিবিলিটিস’ বিষয়ক এই ইভেন্টটি পাঁচটি প্রধান বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে।  যেমন ‘বিশ্ব অর্থনীতি,’ ‘বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন,’ ‘সামাজিক উন্নয়ন’, ‘আন্তর্জাতিক সহযোগিতা’, এবং ‘যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবেলা’।


২০০১ সালে প্রতিষ্ঠিত, বিএফএ একটি বেসরকারী এবং অলাভজনক আন্তর্জাতিক সংস্থা যা আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের প্রচার এবং এশীয় দেশগুলিকে তাদের উন্নয়ন লক্ষ্যগুলোর কাছাকাছি নিয়ে আসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।


শান্তা/ফয়সল