সম্পর্কোন্নয়নের চালিকাশক্তি হবে প্রেসিডেন্ট আদিয়াংয়ের চীন সফর
2024-03-28 14:20:17

মার্চ ২৮: নাউরুর প্রেসিডেন্ট ডেভিড রানিবোক আদিয়াংয়ের চীন সফর চীন-নাউরু সম্পর্ক উন্নয়নের জন্য চালিকাশক্তি যোগাবে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, বৈঠকে চীন ও নাউরুর রাষ্ট্রীয় প্রধানরা সম্পর্কের উন্নয়ন এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গভীর মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান। বৈঠকের পর দুই পক্ষ ‘চীন ও নাউরু যৌথ বিবৃতি’ প্রকাশ করে এবং একমত হয় যে, পারস্পরিক রাজনৈতিক আস্থা ও কল্যাণমূলক সহযোগিতা জোরদার করে, একে অপরকে সম্মান করে যৌথ উন্নয়নের ভালো অংশীদার হবে।

তিনি আরও বলেন, চীনের কূটনীতিতে মানুষের সঙ্গে সমানভাবে আচরণ করার যে বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে, তারই প্রতিফলন হয়ে থাকবে নাউরুর প্রেসিডেন্টের এ সফর। নাউরুর সঙ্গে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করতে, দৃঢ়ভাবে একে অপরকে সমর্থন দিতে, বাস্তব সহযোগিতা সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময় বেগবান করে দুই দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে চায় চীন।

 

প্রেমা/ফয়সল