যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী নতুন জ্বালানির গাড়ি শিল্পের চেইন এবং সাপ্লাই চেইনকে মারাত্মকভাবে ব্যাহত করেছে: চীন
2024-03-28 18:22:29

মার্চ ২৮: চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। এতে বৈদ্যুতিক যানবাহন নির্মাতাদের চীন থেকে ব্যাটারি সামগ্রী কেনায় বাধা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ডাবলিউটিও’র কাছে চীনের দায়ের করা মামলা প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং বলেন, যুক্তরাষ্ট্র ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নিম্ন-কার্বন পরিবেশগত সুরক্ষার নামে ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইন’ চালু করেছে এবং বৈষম্যমূলক ভর্তুকি নীতি প্রণয়ন করেছে। এটি ন্যায্য প্রতিযোগিতা বিকৃত করেছে, গুরুতরভাবে বিশ্বব্যাপী নতুন জ্বালানির গাড়ি শিল্প চেইন, সাপ্লাই চেইন মারাত্মকভাবে ব্যাহত করেছে এবং ডব্লিউটিও’র প্রাসঙ্গিক নিয়ম লঙ্ঘন করেছে। চীনের বিচার শুধু নতুন শক্তির যানবাহনের কোম্পানিগুলোর স্বার্থই রক্ষা করে নি, বরং নিয়ম-ভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাও দৃঢ়ভাবে রক্ষা করেছে বলে উল্লেখ করেন মুখপাত্র।

 

লিলি/তৌহিদ