নেদারল্যান্ডসের সঙ্গে সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন চান চীনা প্রধানমন্ত্রী
2024-03-28 15:00:32

মার্চ ২৮, সিএমজি বাংলা ডেস্ক: নেদারল্যান্ডসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বেইজিংয়ে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি।

লি বলেন ২০১৪  সালে দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতার জন্য উন্মুক্ত ও বাস্তবসম্মত অংশীদারিত্ব প্রতিষ্ঠার পর থেকে চীন ও নেদারল্যান্ডস সম্পর্কের উন্নয়ন দ্রুত গতিতে হয়েছে এবং দুইদেশের জনগণের জন্য বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা এবং উভয়ের জন্য বাস্তব সুবিধা রয়েছে। 

তিনি বলেন, চীন নেদারল্যান্ডের সাথে উন্মুক্ত ও বাস্তবসম্মত সহযোগিতার চেতনাকে এগিয়ে নিয়ে যেতে, দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়নকে অগ্রসর করতে এবং উভয়ের জন্য জয়সূচক ফলাফল অর্জন করতে ইচ্ছুক।

তিনি বলেন যে চীন ও নেদারল্যান্ডস উভয়ই মুক্ত বাণিজ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং একে অপরের জন্য আরও বিস্তৃত উন্মুক্তকরণ অব্যাহত রাখা এবং বাস্তব সহযোগিতা জোরদার করা উচিত। এটি দ্বিপাক্ষিক সম্পর্ককে সুসংহত ও গভীর করতে সাহায্য করবে, দুই দেশের মানুষের মৌলিক স্বার্থ রক্ষা করবে এবং বিশ্বে আরও স্থিতিশীলতা আনবে বলেও জানান তিনি।

চীন-ইউরোপ সম্পর্কের বিষয়ে লি বলেন, চীন সবসময় বিশ্বাস করে, সহযোগিতা চীন-ইউরোপ সম্পর্কের মূলধারা হওয়া উচিত এবং অংশীদারিত্ব উভয় পক্ষের জন্য সবচেয়ে সঠিক অবস্থান।

রুট বলেন যে দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতার জন্য উন্মুক্ত এবং বাস্তবসম্মত অংশীদারিত্ব বছরের পর বছর ধরে ফলপ্রসূ ফলাফল দিয়েছে। তিনি বলেন, ডাচ পক্ষ চীনের সাথে তার বন্ধুত্বকে লালন করে, এক-চীন নীতি মেনে চলে এবং পারস্পরিক শিক্ষা জোরদার করতে, পারস্পরিক উপকারী সহযোগিতা প্রসারিত করতে, চীনের সাথে সাংস্কৃতিক ও জনগণের মধ্যে আদান-প্রদানকে গভীর করতে এবং যৌথভাবে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে ইচ্ছুক। 

শান্তা/ফয়সল