রুশ কূটনীতিবিদকে বহিষ্কার করেছে লাটভিয়া
2024-03-28 14:30:34

মার্চ ২৮: লাটভিয়ায় নিযুক্ত এক রুশ কূটনীতিবিদকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল (বুধবার) দেশটি এ ঘোষণা দেয়।

জানা গেছে, এদিন লাটভিয়ায় নিযুক্ত রুশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সের সঙ্গে দেখা করেন লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি।

লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, লাটভিয়ার দূতাবাস দীর্ঘকাল ধরে রুশ দূতাবাসের ‘উস্কানিমূলক মন্তব্য’ প্রচারের প্রতিবাদ জানিয়ে আসছে এবং তাদের এক কূটনীতিবিদকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এ কূটনীতিবিদকে ১০ এপ্রিলের আগে লাটভিয়া ছাড়তে হবে বলেও জানানো হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে , লাটভিয়ার এ ঘোষণায় পাল্টা পদক্ষেপ নেবে মস্কো।

আরও জানানো হয়, ইউক্রেন-রাশিয়া সংকট শুরুর পর থেকেই লাটভিয়ার সঙ্গে মস্কোর কূটনৈতিক সম্পর্কের দিন দিন অবনতি হয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে লাটভিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছিল মস্কো। এরপর থেকেই দুটি দেশের কূটনৈতিক সম্পর্ক নেমে এসেছিল চার্জ ডি অ্যাফেয়ার্স পর্যায়ে।

 

(সুবর্ণা/ফয়সল/শিশির)