পশ্চিমা ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সন্ত্রাসীদের সহায়তা করেছে:রাশিয়া
2024-03-27 16:49:55


মার্চ ২৭: পশ্চিমা ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মস্কোতে হামলায় সন্ত্রাসীদের সহায়তা করেছে, কিন্তু ইউক্রেন তা অস্বীকার করছে। রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস ব্যুরোর মহাপরিচালক বোর্টনিকভ গতকাল (মঙ্গলবার) গণমাধ্যমের সাথে সাক্ষাত্কারে এ কথা বলেছেন।

বোর্টনিকভ বলেছেন, সন্ত্রাসী হামলাটি চরমপন্থীদের দ্বারা পরিচালিত হয়েছিল। তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সহায়তা প্রদান করেছিল এবং ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এই বিষয়টির সাথে ‘প্রত্যক্ষভাবে সম্পর্কিত’ ছিল। কিছু পশ্চিমা দেশ এবং ইউক্রেন ‘ সামাজিক আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাশিয়াকে নাড়িয়ে দিতে সন্ত্রাসী হামলাটিকে ব্যবহার করতে চেয়েছে।’

 

বোর্টনিকভ উল্লেখ করেছেন, সন্ত্রাসী হামলার অপরাধীরা সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে যাওয়ার চেষ্টা করেছিল। রাশিয়ার প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুসারে, কেউ ইউক্রেনে সন্ত্রাসী হামলাকারীদের জন্য অপেক্ষা করছিল এবং ‘তাদেরকে বীরের মতো স্বাগত জানানোর পরিকল্পনা করেছিল।’

 (রুবি/হাশিম/শিশির)