জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে চীনে রেল যাত্রী পরিবহন বৃদ্ধি
2024-03-27 14:57:54

মার্চ ২৭, সিএমজি বাংলা ডেস্ক:  চলতি বছরের প্রথম দুই মাসে চীনের রেলপথে যাত্রী ভ্রমণ বড় আকারে বেড়েছে। এই সময়ে যাত্রী ট্রিপ গেল বছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। চীনের জাতীয় পরিবহন মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে। 

মন্ত্রণালয় বলছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশের রেলওয়ে মোট ৬৯৩ দশমিক ১৪ মিলিয়ন যাত্রী ট্রিপ পরিচালনা করেছে। 

সরকারি তথ্য বলছে, রেলে মাল পরিবহন এই দুই মাসে বছরে শুন্য দশমিক ৫ শতাংশ কমে  ৮০৫ দশমিক ৮৭ মিলিয়ন টন হয়েছে।

এদিকে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রেলওয়ে খাতে দেশের স্থায়ী-সম্পদ বিনিয়োগ ছিল ৬৫ দশমিক ২ বিলিয়ন ইউয়ান, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া