চীন মেক্সিকোর সঙ্গে দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের বিষয় সম্প্রসারণ করতে চায়
2024-03-27 18:32:45

মার্চ ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীন ও মেক্সিকোর আর্থ-বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সেদেশের প্রেসিডেন্টের ইতিবাচক মন্তব্যের প্রশংসা করেছেন। তিনি বলেন, চীন ও মেক্সিকো সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক গভীরতর করতে চায়।

 

তিনি বলেন, চীন ও মেক্সিকো অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল অর্থনৈতিক বিশ্বায়নে পক্ষপাতী। চীন ও মেক্সিকো হলো সেরা বন্ধু ও ভালো অংশীদার দেশ। পারস্পরিক কল্যাণ এবং অভিন্ন জয় হলো চীন ও মেক্সিকোর আর্থ-বাণ্যিজক সম্পর্কের বৈশিষ্ট্য। চীন মেক্সিকোর সঙ্গে সানফ্রান্সিসকোতে নেতাদ্বয়ের নেওয়া গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে।

লিলি/তৌহিদ