গাজায় যুদ্ধবিরতি ব্যাপারে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা সন্দেহজনক: চীনা প্রতিনিধি
2024-03-27 17:31:47

মার্চ ২৭: গাজায় যুদ্ধবিরতি ব্যাপারে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা সন্দেহজনক, গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং এ কথা বলেছেন। তিনি বলেছেন,জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২৫ মার্চ গৃহীত ২৭২৮ নং প্রস্তাব এবং রমজান মাসে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানানো হয়। নিরাপত্তা পরিষদে বাস্তব ব্যবস্থা গ্রহণে অনেক বার বাধা দেয়ার পর এবার যুক্তরাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল। তবে তারপর যুক্তরাষ্ট্র তা করেছে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে মানুষ সন্দেহ করছে।

কেং শুয়াং জোর দিয়ে বলেন, প্রস্তাব নং ২৭২৮সহ সব প্রস্তাব বাধ্যতামূলক- তাতে কোনো সন্দেহ নেই এবং তাকে চ্যালেঞ্জ করা যাবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রকে এ নিয়ম মানতে হবে। ইসরায়েলকে এ প্রস্তাব অনুযায়ী গাজায় সামরিক আক্রমণ এবং সাধারণ মানুষকে শাস্তি দেওয়া বন্ধ করার আহ্বান জানায় চীন। পাশাপাশি, যুক্তরাষ্ট্রকে গঠনমূলক ভূমিকা পালন করে ইসরায়েলের উপর চাপ দেওয়া এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করে প্রস্তাব বাস্তবায়ন করার তাগিদ দেয় চীন।

(শিশির/তৌহিদ/লিলি)