চীনে বিনিয়োগ করলে ভবিষ্যতে সুফল পাওয়া যাবে: চীনা মুখপাত্র
2024-03-27 16:32:44

মার্চ ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীনে বিনিয়োগ করলে ভবিষ্যতে সুফল পাওয়া যাবে। সদ্যসমাপ্ত চীন উন্নয়ন ফোরামে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং ব্যবসায়ী প্রতিনিধিরা চীনের অর্থনৈতিক সম্ভবনা নিয়ে যে ইতিবাচক মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

ফোরাম চলাকালে মার্কিন অ্যাপল ইনকর্পোরেটেড, এইচএসবিসি ইউকে, জার্মান মার্সিডিজ-বেঞ্জসহ ১০০টি বহুজাতিক কোম্পানি প্রতিনিধিরা বেইজিংয়ে সম্মেলন করেন এবং ‘চীনে বিনিয়োগ’ বাড়ানোর বিষয়ে নিয়ে আলোচনা করেন।

লিন চিয়ান বলেন, ফোরাম চলাকালে আরও বেশি সংখ্যক আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা চীনের অর্থনৈতিক সম্ভাবনার উচ্চ স্বীকৃতি দিয়েছেন। তাঁরা বলেন, বিশ্বের উৎপাদন কেন্দ্র, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা বাজার এবং সবচেয়ে উদ্ভাবনী অগ্রসর সীমান্ত বাজার চীন। চীনের অর্থনীতির স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী উচ্চমানের উন্নয়ন, চীনের বৃহৎ বাজারের আকার, সম্পূর্ণ শিল্প ব্যবস্থা, উচ্চমানের মানবসম্পদ ও বাজার-ভিত্তিক, আইনি, এবং আন্তর্জাতিক প্রথম শ্রেণির ব্যবসা পরিবেশের জন্য বহির্বিশ্ব চীনের প্রতি আস্থাশীল।

তিনি আরও বলেন, গত বছর চীন বিদেশী বিনিয়োগ স্থিতিশীল করার জন্য ২৪টি নীতি ও ব্যবস্থা জারি করেছে, ৫টি মুক্ত বাণিজ্য পাইলট অঞ্চল এবং হাইনান মুক্ত বাণিজ্য বন্দর সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নতি করেছে।

মুখপাত্র জানান, এ বছরের ‘সরকারি কার্যবিবরণীতে উৎপাদন খাতে বিদেশী বিনিয়োগের প্রবেশাধিকারে ছাড় দেয়ার কথা বলা হয়েছে এবং টেলিযোগাযোগ, চিকিৎসা ও অন্যান্য পরিষেবা শিল্পের জন্য বাজারে প্রবেশাধিকার সহজ করার প্রস্তাব করা হয়েছে।

সম্প্রতি চীনের স্টেট কাউন্সিলও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বহির্বিশ্বে উচ্চস্তরের উন্মুক্তকরণের প্রচারের কর্মপরিকল্পনাসহ বেশ কিছু বাস্তবসম্মত পদক্ষেপের কথা ঘোষণা করেছে বলেও জানান চীনা মুখপাত্র।

(অনুপমা/হাশিম)