পাকিস্তানের বোমা হামলায় চীনা মুখপাত্রের তীব্র নিন্দা
2024-03-27 17:15:43

মার্চ ২৭: চীন পাকিস্তানের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় এবং নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানায়। আজ (বুধবার) অনুষ্ঠিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র পাকিস্তানের দাসু বোমা হামলা সম্পর্কিত প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন।

পাকিস্তানের কেপি প্রদেশে চীনা কোম্পানি নির্মিত দাসু জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের গাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে, এতে পাঁচজন চীনা কর্মী ও একজন পাকিস্তানি কর্মী নিহত হয়েছে।

এই দুর্ঘটনা সম্পর্কে মুখপাত্র বলেন, চীন পাকিস্তানকে দ্রুত হামলার তদন্ত করা এবং ঘাতককে খুঁজে বের করে আইনি শাস্তি দেওয়ার দাবি জানায়। সেই সঙ্গে পাকিস্তানে চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও প্রকল্পের নিরাপত্তার জন্য বাস্তব ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাকিস্তানে চীনা দূতাবাস সে দেশে চীনা নাগরিক ও কোম্পানিগুলোকে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির প্রতি গভীর মনোযোগ দেওয়া, নিরাপত্তা সচেতন বাড়ানো ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা মনে করিয়ে দেয়।

২৬ তারিখ বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ পাকিস্তানে চীনা দূতাবাসে নিহতদের প্রতি শোক জানান এবং তাদের পরিবার ও চীন সরকারের প্রতি সমবেদনা জানান। একই দিন পাকিস্তানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হামলাটির তীব্র নিন্দা জানিয়েছেন।

চীনা মুখপাত্র বলেন, চীন ও পাকিস্তান হল সার্বক্ষণিক কৌশলগত সহযোগী অংশীদার ও ঘনিষ্ঠ ভাই। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর পাকিস্তানের আর্থ-সামাজিক উন্নয়নে অনেক অবদান রেখেছে। চীন-পাকিস্তান সহযোগিতা নস্যাৎ করার কোনো চেষ্টা সফল হবে না।

(তুহিনা/তৌহিদ/শিশির)