বেইজিংয়ে বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা বার্ষিকী এবং ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন
2024-03-27 12:18:22

মার্চ ২৭: বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা বার্ষিকী এবং ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস একটি অনুষ্ঠানের আয়োজন করে। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ছেন সিয়াও তুং, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত  মো. জসীম উদ্দিন, বিভিন্ন দেশের কূটনীতিক, চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়েসহ বিভিন্ন মহলের তিন শতাধিক অতিথি এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ছেন সিয়াও তুং বাংলাদেশের  ৫৩ তম স্বাধীনতা বার্ষিকী এবং ৫৪তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যিকভাবে ভালো প্রতিবেশী দেশ। গত বছরের আগস্ট মাসে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করেন। এ সময় প্রেসিডেন্ট সি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে তা বাস্তবায়ন করতে, পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে আরও গভীর করতে, বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতা সম্প্রসারণ করতে এবং দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

জবাবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বলেন, বাংলাদেশের উন্নয়নের যাত্রায় চীন একটি নির্ভোরযোগ্য এবং গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার। এ ছাড়া চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও বটে। দু’পক্ষের সহযোগিতার সুপ্তশক্তি অনেক বেশি। বাংলাদেশ ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে অংশগ্রহণকারী দেশ। বাংলাদেশ আশা করে চীন বাংলাদেশে আরো বেশি পুঁজি বিনিয়োগ করবে, বাংলাদেশের ‘সোনার বাংলা’র স্বপ্ন চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের সঙ্গে সংযুক্ত হতে পারবে।  চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরো সম্প্রসারণ করে দু’দেশের জনগণের আরো কল্যাণ আনতে বাংলাদেশ আগ্রহী বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।

(শুয়েই/হাশিম/আনন্দি)