সহযোগিতা সম্প্রসারণে কাজ করবে চীন ও নাউরু
2024-03-27 14:47:22

মার্চ ২৭, সিএমজি বাংলা ডেস্ক: পারস্পরিক বিশ্বাসকে গভীর করতে এবং পারস্পরিক উপকারী সহযোগিতা সম্প্রসারণের জন্য নাউরুর সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং মঙ্গলবার বেইজিংয়ে সফররত নাউরুর প্রেসিডেন্ট ডেভিড আদিয়াংয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

 

লি বলেন, চলতি বছরের জানুয়ারিতে চীন ও নাউরুর মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করা দুই দেশের মানুষের মৌলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। তিনি বলেন,সোমবার দুই দেশের রাষ্ট্রপতি আলোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন, যা চীন-নাউরু সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনাকে নির্দেশ করে।

 

চীনা প্রধানমন্ত্রী বলেন, চীন নাউরুকে তার স্বাধীনতা ও জাতীয় মর্যাদা রক্ষায় এবং তার নিজস্ব জাতীয় পরিস্থিতি অনুযায়ী উন্নয়নের পথ বেছে নেওয়ার জন্য দৃঢ়ভাবে সমর্থন করবে এবং চীন একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে নাউরুর সাথে পারস্পরিক সমর্থন জোরদার করতে ইচ্ছুক।

লি আরও বলেন, চীন ও নাউরু যৌথভাবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন এবং প্যারিস চুক্তির পূর্ণ ও কার্যকর বাস্তবায়ন প্রচার করবে এবং যৌথভাবে সাধারণ সুরক্ষার জন্য জাতিসংঘ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের মতো বহুপাক্ষিক ব্যবস্থার মধ্যে পারস্পরিক সমর্থন ও সমন্বয় জোরদার করবে।

 

আদিয়াং বলেন, নাউরু এক-চীন নীতি মেনে চলবে এবং চীনের শান্তিপূর্ণ পুনর্মিলনকে সমর্থন করবে। নাউরু পারস্পরিক শ্রদ্ধা ও সমতার নীতির প্রতি চীনের আনুগত্য এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার প্রচারে তার প্রতিশ্রুতির প্রশংসা করে বলেও জানান তিনি।

 

তিনি আরও বলেন, নাউরু বাণিজ্য, অবকাঠামো নির্মাণ, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, স্বাস্থ্য, পর্যটন, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পৃক্ততার পাশাপাশি বহুপাক্ষিক ব্যবস্থার অধীনে সমন্বয় সহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা বাড়াতে প্রস্তুত।

 

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের আমন্ত্রণে ২৪ থেকে ২৯ মার্চ পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করছেন আদিয়াং। চলতি বছরের জানুয়ারিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু হওয়ার পর এটিই চীনে আদিয়াংয়ের প্রথম রাষ্ট্রীয় সফর।

শান্তা/মিম