সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করবে চীন ও পাকিস্তান
2024-03-27 18:22:22

মার্চ ২৭: গতকাল (মঙ্গলবার) পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলায় পাকিস্তানের একটি বাঁধ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের একটি গাড়িবহরে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বুধবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তাদের পরিবারকে আন্তরিক সমবেদনাও জানান তিনি। সন্ত্রাসীদের চরম শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে চীন ও পাকিস্তান।

 

লিন চিয়ান বলেন, চীন জোর দিয়ে বলেছে যে, সন্ত্রাসবাদ মানবজাতির অভিন্ন শত্রু। সন্ত্রাসদমন আন্তর্জাতিক সমাজের অভিন্ন দায়িত্ব। সন্ত্রাসদমন, বিদেশে চীনা নাগরিক ও সংস্থার নিরাপত্তা রক্ষায় পাকিস্তানকে সমর্থন জানায় বেইজিং।

 

চীন ও পাকিস্তানের সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার এবং লৌহকঠিন মৈত্রী দু’দেশের মানুষের মনে গভীর ছাপ ফেলেছে। দু’দেশের সহযোগিতা নষ্ট করার কোনো অপচেষ্টা সফল হবে না। পাকিস্তানের অর্থনীতি ও সমাজের উন্নয়ন এবং জীবিকার উন্নয়নে সমর্থন দেবে চীন। পাশাপাশি নানা খাতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করবে। এতে দু’দেশের জনগণ উপকৃত হবে।

(শিশির/তৌহিদ/লিলি)