চীনের তথাকথিত ‘সাইবার আক্রমণ’ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মিথ্যাচারে বেইজিংয়ের প্রতিবাদ
2024-03-27 14:26:15

মার্চ ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলন বলেছেন, চীনের তথাকথিত ‘সাইবার আক্রমণ’ প্রসঙ্গে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মিথ্যাচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানায় চীন।

ব্রিটিশ ও মার্কিন সরকারের ওয়েবসাইটে সাইবার আক্রমণের অভিযোগে দেশ দুটি ২৫ মার্চ ‘চীন সরকারের সাথে জড়িত’ অভিযোগ এনে হ্যাকিং প্রতিষ্ঠান ‘এপিটি৩১’-এর বিরুদ্ধে মামলা করেছে।

এ সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, ব্রিটিশ সরকারের উত্থাপিত তথাকথিত ‘এপিটি৩১’ সংশ্লিষ্ট তথ্যের ব্যাখ্যা ও প্রতিক্রিয়া জানায় চীন এবং এ অভিযোগের কোনো প্রমাণ নেই। যুক্তরাজ্য এর কোনো জবাব দেয়নি।

তিনি আরো বলেন, দীর্ঘকাল ধরে ভূ-রাজনৈতিক উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের কাছে ‘চীনা হ্যাকার হুমকি’র মিথ্যাচার করেছে। আর এখন ব্রিটেনের সাথে মিলে ‘চীনা সাইবার আক্রমণে’র অভিযোগ তুলেছে, এবং এ অজুহাতে চীনের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীন এর বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানায় এবং যথাযথ ব্যবস্থা নিয়ে চীনের বৈধ অধিকার সুরক্ষা করবে বলে জানান মুখপাত্র।(সুবর্ণা/হাশিম/শিশির)