চীন-হন্ডুরাস সম্পর্ক বিশাল সম্ভাবনা ও বিরাট সুপ্তশক্তি দেখায়: মুখপাত্র
2024-03-27 14:01:01

মার্চ ২৭: চীন ও হন্ডুরাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছরে দু’দেশ কেন্দ্রীয় স্বার্থজড়িত বিষয়ে দৃঢ়তার সাথে পরস্পরকে সমর্থন দিয়েছে, আর্থ-বাণিজ্যিক, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা করেছে এবং বিশাল সম্ভাবনা ও বিরাট সুপ্তশক্তি দেখিয়েছে।

গতকাল ছিল দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী। এদিন বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

তিনি বলেন, এক বছর আগে, চীন ও হন্ডুরাস একচীন নীতির ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেছে।

গত জুনে হন্ডুরাসের প্রেসিডেন্ট আইরিস জিওমারা কাস্ত্রো সারমিয়েন্টো চীনে রাষ্ট্রীয় সফর করেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানরা ঐতিহাসিক বৈঠক করেন। দু’পক্ষ ১৭টি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের উচ্চমানের সূচনার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছে।

মুখপাত্র বলেন, চীন দু’দেশের সম্পর্কের ওপর গুরুত্ব দেয় এবং দেশটির সঙ্গে পারস্পরিক সম্মান, সমতা ও কল্যাণ এবং অভিন্ন উন্নয়নের ভিত্তিতে রাজনৈতিক আস্থা সুসংহত করবে, বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের বিনিময় ও সহযোগিতা গভীরতর করবে। (প্রেমা/হাশিম/ছাই)