কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চ মানের উন্নয়ন বো’আও এশীয় ফোরামে গুরুত্ব পায়
2024-03-27 16:12:48

মার্চ ২৭: আজ (বুধবার) বো’আও এশীয় ফোরামে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চ মানের উন্নয়নসহ নানা বিষয় দেশি বিদেশি অতিথিদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

সকালে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে পরিবর্তন করবে’ শিরোনামে একটি শাখা ফোরামে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের বিশেষজ্ঞরা এবং নেতৃস্থানীয় উদ্যোগগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য অগ্রগতি ও ঝুঁকিসহ নানা বিষয়ে আলোচনা করেছেন এবং এআইয়ের সুষ্ঠু উন্নয়নে একমত হয়েছেন।

 

‘সৃজনশীলতা, সবুজায়ন, ডিজিটাল বুদ্ধিমত্তা ও সমন্বয়’ দিয়ে উচ্চ মানের উন্নয়নে নেতৃত্ব দেওয়া শীর্ষক একটি শাখা ফোরামে চীনের উপ-পরিবহনমন্ত্রী লি ইয়াং বলেন, ভবিষ্যতে চীন আরো বেশি নতুন শক্তিচালিত যানবাহন চার্জ দেওয়ার ব্যবস্থা স্থাপন করবে। তিনি আরো বলেন, এখন প্রতি বছর চীনের নতুন শক্তিচালিত যানবাহন উত্পাদনের সংখ্যা ৭০ লাখ। যা বিশ্বের মোট পরিমাণের ৬০ শতাংশেরও বেশি। তাই ভবিষ্যতে চার্জ দেওয়ার ব্যবস্থা বাড়ানো হবে বলে তিনি উল্লেখ করেন।

লিলি/তৌহিদ