চীনা প্রেসিডেন্ট ও ডাচ প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
2024-03-27 19:00:33

মার্চ ২৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) বিকেলে গণ-মহাভবনে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করেছেন।

সি চিন পিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও নেদারল্যান্ডসের সম্পর্ক স্থিতিশীল ও দ্রুত উন্নত হয়েছে, নানা ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা গভীরতর হচ্ছে। নেদারল্যান্ডস এখন চীন-ইউরোপ সহযোগিতার উদাহরণ। নেদারল্যান্ডসের সঙ্গে নানা পর্যায়ের বিনিময় বজায় রাখা  এবং  দ্বিপক্ষীয় উন্মুক্ত ও বাস্তব সার্বিক সহযোগী অংশীদারি সম্পর্ক এগিয়ে নিতে ইচ্ছুক চীন। নেদারল্যান্ডসে ভাল মানের পণ্য রপ্তানি বাড়াতে চায় চীন এবং ডাচ কোম্পানিকে চীনে বিনিয়োগে স্বাগত জানায়। আশা করা যায়, নেদারল্যান্ডসও চীনা কোম্পানির জন্য ন্যায্য ও স্বচ্ছ ব্যবসায়ের পরিবেশ তৈরি করবে।

 

কৃষি, জলসেচ ও জ্বালানিসহ নানা খাতে ঐতিহ্যবাহী সহযোগিতা এগিয়ে নেওয়ার পাশাপাশি এআই, ব্যাংকিংসহ নানা খাতে সহযোগিতার সম্ভাবনা খুঁজবে দু’পক্ষ। আশা করা যায় ব্যক্তি যাতায়াত, শিক্ষা, সংস্কৃতি ও বেসরকারি বিনিময়সহ নানা খাত সুবিধাজনক হবে। জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থাসহ বহুপক্ষীয় সংস্থায় নেদারল্যান্ডসের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার  করা  এবং নেদারল্যান্ডসের সঙ্গে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় চীন।

 

সি চিন পিং জোর দিয়ে বলেছেন, আর্থিক বিশ্বায়ন কঠিন হলেও ইতিহাসের প্রবাহ পরিবর্তন হবে না। বিচ্ছিন্নতা সফল হবে না এবং উন্মুক্তকরণ ও সহযোগিতাই একমাত্র উপায়। চীন মনে করে, নিরাপদ বিশ্ব হলো পরস্পরের ওপর নির্ভরশীল বিশ্ব। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের পদক্ষেপ কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। চীন উভয়ের জয়ের ধারণা অনুযায়ী উচ্চ মানের বৈদেশিক উন্মুক্তকরণ বাস্তবায়ন করবে এবং নানা পক্ষের সঙ্গে উন্নয়নের সুবিধা উপভোগ করবে।

(শিশির/তৌহিদ/লিলি)