ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে রকেট হামলা
2024-03-27 11:49:39

মার্চ ২৭: ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে রকেট হামলা হয়েছে এবং এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি জঙ্গি বিমান দেশটির বহু এলাকায় বিমান হামলা চালিয়েছে। গতকাল (মঙ্গলবার) ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলের গ্যালিলি ও গোলান মালভূমি এলাকায় প্রায় ৫০টি রকেট আঘাত হানে। এরপরে লেবাননের দক্ষিণাঞ্চলের হানিন এলাকায় অস্ত্রাগার ও অবকাঠামো ব্যবস্থাপনা এবং উত্তরপূর্বাঞ্চলের তালওয়ার্দিনের কয়েকটি হিজবুল্লাহ্ স্থাপনার ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি বিমান।

এদিন ইসরায়েলের মাউন্ট মেলনের আকাশ চলাচল নিয়ন্ত্রণ ঘাঁটি আর একটি মদ কারখানা লেবাননের রকেট হামলার শিকার হয়।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার সংঘর্ষ চলছে। তখন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের ওপর নিয়মিত রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ্। এবারের সংঘর্ষে লেবাননের অন্তত ৮২ হাজার নাগরিক গৃহহারা হয়েছে আর ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় ৮০ হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে চলে গেছে।

(সুবর্ণা/হাশিম/শিশির)