নিরাপত্তা পরিষদে গৃহীত গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নে জোর চীনের
2024-03-26 14:18:54

মার্চ ২৬: নিরাপত্তা পরিষদে গতকাল সোমবার গৃহীত যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন।

গতকাল প্রস্তাবটি পাস হওয়ার পর এক বক্তৃতায় তিনি বলেন, গাজা উপত্যকার সংঘর্ষ প্রায় ৬ মাস ধরে চলছে। ৩২ হাজারেরও বেশি নিরীহ নাগরিক মারা গেছে। তাই যুদ্ধবিরতি প্রস্তাব পাসে দেরি হয়ে গেছে। তারপরও এই প্রস্তাব সার্বিকভাবে ও কার্যকরভাবে বাস্তবায়ন করলে অভূতপূর্ব মানবিক বিপর্যয়ে থাকা লাখ লাখ মানুষের জন্য তা আশার আলো নিয়ে আসতে পারে।

চাং চুন বলেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন বাধ্যতামূলক। সংশ্লিষ্ট পক্ষগুলোর ‘জাতিসংঘ সনদের’ অধীনে তাদের দায়িত্ব পালন করা এবং প্রস্তাবটি অনুযায়ী কাজ করার দাবি জানায় চীন। বেইজিং    আশা করে যে গুরুত্বপূর্ণ প্রভাবশালী দেশ ও সংশ্লিষ্ট পক্ষগুলো এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে, যাতে প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, রমজান মাসে যুদ্ধবিরতি অপরিহার্য। একে একটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে অগ্রসর হওয়ার ভিত্তি হতে হবে। গাজা উপত্যকার অবরোধ এবং মানবিক ত্রাণ সরবরাহে বাধাগুলো অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান চাং চুন, যাতে সময়মতো মানুষের কাছে সাহায্য পৌঁছে দেয়া যায়।

পাশাপাশি, নিরাপত্তা পরিষদকে গাজার অবস্থায় পর্যবেক্ষণ করতে হবে, ভবিষৎতের কাজ করার জন্য প্রস্তুতি নিতে হবে এবং প্রস্তাব সম্পূর্ণভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সমস্ত পক্ষের সঙ্গে গাজার যুদ্ধ থামানো, মানবিক বিপর্যয় দূর করা এবং ‘দুইরাষ্ট্র সমাধান’ বাস্তবায়নে প্রচেষ্টা চালাবে চীন।

চাং চুন বলেন, নিরাপত্তা পরিষদের পদক্ষেপে বারবার ভেটো দেওয়ার পর যুক্তরাষ্ট্র অবশেষে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে নিরাপত্তা পরিষদের প্রচেষ্টাকে বাধা না দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরও নানা অজুহাতে চীনকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি তীক্ষ্ণ এবং যুক্তরাষ্ট্রের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন চাং চুন।

(অনুপমা/হাশিম)