বিদেশের কোম্পানিকে চীনে বিনিয়োগে স্বাগত জানায় চীন
2024-03-26 18:19:56

মার্চ ২৬: চীনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে গেলে সবার সুযোগ হবে, চীনে বিনিয়োগ করলে লাভ হবে। তাই নানা দেশের কোম্পানিকে চীনে আসতে ও বিনিয়োগ করতে স্বাগত জানায় বেইজিং। আজ (মঙ্গলবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেছেন।

২৫ মার্চ শেষ হওয়া ২০২৪ চীনের উন্নয়নের উচ্চ ফোরাম এবং মার্কিন অ্যাপল, ব্রিটিশ এইচএসবিসি ব্যাংকসহ শতাধিক বিদেশি কোম্পানির দায়িত্বশীল ব্যক্তি বেইজিংয়ে মিলিত হন এবং চীনে বিনিয়োগ করার বিষয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে মুখপাত্র লিন চিয়ান বলেন, এবারের ফোরাম চলাকালে অনেক আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তি এবং বৈশ্বিক শিল্প ও বাণিজ্যিক মহলের প্রতিনিধি চীনা অর্থনীতির উন্নয়নের স্বীকৃতি দিয়েছেন এবং বিশ্বের শীর্ষ ৫০০ কোম্পানির পরিচালকরা চীনের অর্থনীতির ওপর আস্থা রেখেছেন। চীনের স্থিতিশীল অর্থনীতি ও উচ্চ মানের উন্নয়ন, বৃহত্তম চীনা বাজার, সম্পূর্ণ শিল্পব্যবস্থা, উচ্চ মানের মানবসম্পদ ও ভাল ব্যবসায়িক পরিবেশ এ আস্থার মূল কারণ।

(শিশির/তৌহিদ/লিলি)