কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রথম বার্ষিকীতে চীন ও হন্ডুরাসের প্রেসিডেন্টদ্বয়ের অভিন্দনবার্তা
2024-03-26 17:17:19

মার্চ ২৬: কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রথম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) হন্ডুরাসের প্রেসিডেন্ট আইরিস সিওমারা কাস্ত্রো সার্মিএন্তোর সঙ্গে অভিনন্দনবার্তা বিনিময় করেছেন।

অভিনন্দনবার্তায় সি বলেন, ‘গত বছরের মার্চ মাসে চীন হন্ডুরাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করে। গত বছরের জুন মাসে প্রেসিডেন্ট চীনে সফর করেন। আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ মতৈক্য হয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের দিক নির্দেশনা পাওয়া যায়। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পর উভয় পক্ষ পারস্পরিক সম্মান, সমতার ভিত্তিতে পারস্পরিক কল্যাণ এবং অভিন্ন উন্নয়নের নীতি মেনে চলেছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে উচ্চ পর্যায়ে উন্নীত করেছে। হন্ডুরাস দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলায় উচ্চ প্রশংসা করেন জনাব সি।

জনাব সি আরো বলেন, বাস্তবতা প্রমাণ করেছে যে, চীন ও হন্ডুরাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ঐতিহাসিক ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং দুই দেশ ও তাদের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত। জনাব সি চীন-হন্ডুরাস সম্পর্ক উন্নয়নে অনেক গুরুত্ব দেন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রথম বার্ষিকীকে কাজে লাগিয়ে পারস্পরিক সমর্থন সুসংহত করতে, সার্বিক সহযোগিতা সম্প্রসারণ করতে এবং যৌথভাবে চীন-হন্ডুরাস সম্পর্কের একটি আরো ভাল ভবিষ্যত সৃষ্টি করতে ইচ্ছুক।

কাস্ত্রো বলেন, চীনের হাজার বছরের সভ্যতা রয়েছে এবং ঐতিহাসিক প্রক্রিয়ায় চীন মৌলিক ভূমিকা পালন করেছে। বিশ্বের জন্য একটি রোল মডেল এবং হন্ডুরাসের একটি গুরুত্বপূর্ণ অংশীদার চীন। হন্ডুরাস দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং চীনের সঙ্গে স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে চায়। দুই দেশের বন্ধুত্বের স্থায়ীত্ব কামনা করেন তিনি।

লিলি/তৌহিদ