প্যারাগুয়ে সরকারে উচিত ইতিহাসের সঠিক পথে দাঁড়ানো: চীন
2024-03-26 15:06:11

মার্চ ২৬: প্যারাগুয়ে সরকার সত্যিকারভাবে দেশের জন্য উন্নয়ন এবং জনগণের জন্য কল্যাণ চাইলে তাদের ইতিহাসের সঠিক পথে দাঁড়াতে হবে। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ কথা বললেন।

গত শনিবার প্যারাগুয়ের প্রেসিডেন্ট বলেছেন, প্যারাগুয়ে-তাইওয়ান ‘কূটনৈতিক’ সম্পর্কের ৬৬ বছর ছিল গভীর ও বন্ধুত্বপূর্ণ। কিন্তু দেশটি চীনের মূল-ভূখণ্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বাধা দেয়নি। প্যারাগুয়ে চীনে সয়াবিন রপ্তানি করে বলেও উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট।

এ সম্পর্কে লিন চিয়ান বলেন, বিশ্বে শুধুমাত্র এক চীন আছে। তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। চীন সরকার চীনের একমাত্র বৈধ সরকার। একচীন নীতি গ্রহণযোগ্য আন্তর্জাতিক সম্পর্ক বিধি এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ মতৈক্য। চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিসংখ্যানে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে প্যারাগুয়ে থেকে চীন কোনো সয়াবিন আমদানি করেনি। দেশটির সরকার সত্যিকারভাবে দেশের উন্নয়ন চাইলে চাতুর্যের আশ্রয় নিলে চলবে না বলে মুখপাত্র সতর্ক করেন।

(প্রেমা/হাশিম)