দক্ষিণ সিচাং সর্বদা চীনের প্রশাসনে ছিল: চীনা মুখপাত্র
2024-03-26 15:40:44

মার্চ ২৬: চীন-ভারত সীমান্ত কখনোই নির্ধারণ করা হয়নি। সিচাং বা তিব্বতের দক্ষিণাঞ্চল বরাবরই চীনের ভূখণ্ডের অংশ। ভারতের অবৈধ দখলের আগে দক্ষিণ সিচাং সবসময় চীনের প্রশাসনে ছিল। এ সত্যতা কোনোভাবেই অস্বীকার করা যায় না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেছেন।

 

লিন চিয়ান বলেন, ১৯৮৭ সালে ভারত অবৈধভাবে দখলকরা ভূমিতে তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’ প্রতিষ্ঠা করে। চীন সেই সময় একটি বিবৃতিতে এর দৃঢ় বিরোধিতা করে এবং বেইজিংয়ের সেই অবস্থান কখনোই পরিবর্তন হয়নি।

(রুবি/হাশিম/শিশির)