আইএমএফের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান চীনা প্রধানমন্ত্রীর
2024-03-26 15:21:24

মার্চ ২৬, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আই এম এফ) এর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বেইজিংয়ে সোমবার আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।

 লি বলেন, চীন এ বছর প্রায় ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক খবর।

তিনি আরও বলেন, এই বছরের শুরু থেকে, চীনের অর্থনীতি ক্রমাগত পুনরুদ্ধার করছে এবং উন্নতির দিকে মোড় নিচ্ছে, একটি ভালো সূচনা করেছে এবং বছরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছে।

লি জোর দিয়ে বলেন, দীর্ঘমেয়াদে, চীনা অর্থনীতির প্রতিষ্ঠান, বাজার, শিল্প, মানবসম্পদ এবং উদ্ভাবনে সুবিধা রয়েছে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের মৌলিক বিষয়গুলি পরিবর্তিত হয়নি এবং পরিবর্তন হবে না।

জর্জিয়েভা আইএমএফের প্রতি জোরালো সমর্থনের জন্য চীনকে ধন্যবাদ জানান এবং বলেন যে গত বছরে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশা ছাড়িয়েছে এবং সবুজ অর্থনীতি, ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে উন্নয়নের একটি ভাল গতি বজায় রেখেছে।

জর্জিয়েভা আরও বলেন, আইএমএফ অর্থনৈতিক ইস্যুতে রাজনীতিকরণের অনুমোদন দেয় না এবং দেশের অর্থনৈতিক রূপান্তর এবং আপগ্রেড, সংস্কার এবং উন্মুক্তকরণের জন্য চীনের সাথে সহযোগিতা গভীর করতে ইচ্ছুক এবং আইএমএফ-এ তার প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর বাড়াতে ইচ্ছুক।

শান্তা / ফয়সল