বো’আও এশিয়া ফোরাম আজ শুরু
2024-03-26 17:10:49

মার্চ ২৬: বো’আও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলন আজ হাইনান প্রদেশের বো’আওতে শুরু হয়েছে। চার দিন-ব্যাপী ফোরামে দেশি-বিদেশি প্রতিনিধি ‘এশিয়া ও বিশ্ব: অভিন্ন চ্যালেঞ্জ, অভিন্ন দায়িত্ব’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আলোচনা করবেন।

এবারের ফোরামের ‘৪+১’টি প্রধান আলোচনা বিষয় আছে, তা হল: বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন, সামাজিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা। ফোরামের মহাসচিব লি পাও তোং আশা করেন, এ ৫টি বিষয়ের আলোচনার মাধ্যমে ঐকমত্যে জোরদার হবে ও সিদ্ধান্তে পৌঁছানো যাবে, যা টেকসই উন্নয়ন বিশ্বের বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থ, ঐক্যবদ্ধ ও সহযোগিতা আন্তর্জাতিক সমাজের অভিন্ন দায়িত্ব।

ফোরামের সংবাদ সম্মেলনে ‘এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা ও একীকরণ প্রক্রিয়া রিপোর্ট ২০২৪’ প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয়, এশিয়া বিশ্ব অর্থনীতি বৃদ্ধির প্রধান শক্তি। চীন বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির প্রধান শক্তি এবং চীনের বিপুল বাজার বিশ্বের জন্য বিশাল উপকার বয়ে আনবে।

(তুহিনা/তৌহিদ)