গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত
2024-03-26 11:22:37

মার্চ ২৬: রমজান মাসে গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়নের একটি প্রস্তাব গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। ২৭২৮ নম্বর প্রস্তাবটিতে যুদ্ধবিরতি বাস্তবায়নের কথা বলা হয়েছে, যাতে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির জন্য চেষ্টা করা সম্ভব হয়।

গত ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিন ও ইসরায়লের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হলো। চীনসহ নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্যদেশ যুদ্ধবিরতির পক্ষে ভোটদেয়। যুক্তরাষ্ট্র  ভোটাদানে বিরত ছিল।

প্রস্তাবে বিনাশর্তে আটক বন্দিদের মুক্তি দেওয়ার দাবি করা হয়েছে। এতে জোর দিয়ে বলা হয়েছে, গাজায় মানবিক ত্রাণ কার্যক্রম জোরদার করা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তার রক্ষায় গুরুত্ব দেওয়া জরুরি।

মার্কিন প্রতিনিধি ভোটদানের পর তার প্রতিক্রিয়ায় বলেছেন, আটক বন্দিদের মুক্তি দেওয়া হবে যুদ্ধবিরতির একমাত্র উপায়, তা না হলে নিরাপত্তা পরিষদের ২৭২৮ নম্বর প্রস্তাব কোনো কার্যকরিতা থাকবে না। এর আগে গাজায় যুদ্ধবিরতির অনেকগুলো প্রস্তাবে ভেটো দিয়েছিল ওয়াশিংটন।

(সুবর্ণা/হাশিম/শিশির)