যুগোস্লাভিয়ায় চীনের দূতাবাসে বোমা হামলার কথা চীনা জনগণ কখনও ভুলবে না: কেং শুয়াং
2024-03-26 17:18:09

মার্চ ২৬: রাশিয়ার অনুরোধে ‘যুগোস্লাভিয়ায় ন্যাটোর বোমা হামলার ২৫তম বার্ষিকী’ উপলক্ষ্যে একটি জনসভা করা হবে কিনা তা নিয়ে গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি পদ্ধতিগত ভোট অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং ভোটের পর বক্তৃতায় বলেন, চীনের জনগণ কখনই যুগোস্লাভিয়ায় নিযুক্ত চীনা দূতাবাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর বোমা হামলার ইতিহাস ভুলবে না।

তিনি বলেন, ৫০ বছর আগে নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই এবং জাতিসংঘকে বাইপাস করে ন্যাটো প্রকাশ্যে সার্বভৌম দেশ যুগোস্লাভিয়ায় সামরিক হামলা চালিয়েছিল এবং বলকানে অবৈধ যুদ্ধ শুরু করেছিল। বলকানে এই যুদ্ধের পর পঁচিশ বছর অতিবাহিত হয়েছে, কিন্তু যুদ্ধের প্রভাব দূর হয়নি এবং এটি যে সতর্কতা ও শিক্ষা দিয়েছিল তা সুগভীর। এই পরিপ্রেক্ষিতে, চীন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সংক্ষিপ্তসার ও নজর দেবার জন্য যুগোস্লাভিয়ায় ন্যাটোর বোমা হামলার ২৫তম বার্ষিকীতে একটি সভা আয়োজনে নিরাপত্তা পরিষদকে সমর্থন জানায়। দুঃখজনক বিষয় হলো, কিছু সদস্য এতে প্রশ্ন তুলেছেন এবং নিরাপত্তা পরিষদে তা নিয়ে ভোটাভুটি হয়। ভোটের ফলাফলে চীন হতাশ বোধ করে।