চীনের ভোক্তা বাজার পুনরুদ্ধার অব্যাহত রয়েছে
2024-03-26 18:41:43

মার্চ ২৬: চীনের রাষ্ট্রীয় পরিষদ কার্যালয়ের উদ্যোগে আজ (মঙ্গলবার) বিকেল ৩টায় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে উপ বাণিজ্যমন্ত্রী কুও থিং থিং বলেন, চীনের ভোক্তা বাজার পুনরুদ্ধার অব্যাহত রয়েছে এবং সামগ্রিকভাবে স্থির বৃদ্ধির প্রবণতা বজায় রয়েছে; যার তিনটি বৈশিষ্ট্য উল্লেখযোগ্য।

প্রথমত, অটোমোবাইল এবং বাড়ির আসবাবসহ বড় খরচ স্থিতিশীল ও উন্নত হয়েছে। পণ্যের খুচরা বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৪.৬ শতাংশ বেড়েছে।

দ্বিতীয়ত, ক্যাটারিং ও পর্যটনসহ পরিষেবাগুলোর ভোক্তার প্রাণশক্তি আরও গতিশীল হয়ে উঠেছে। ছুটির অর্থনীতির উত্সাহে পরিষেবা খরচের সম্ভাবনা আরও প্রকাশিত হয়েছে। প্রথম দুই মাসে ক্যাটারিং খাতে আয় গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১২.৫ শতাংশ বেড়েছে।

তৃতীয়ত, ডিজিটাল ও সবুজায়নের মতো নতুন ধরনের খরচ বাড়ছে। ডিজিটাল খরচ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রথম দুই মাসে জাতীয় অনলাইন খুচরা বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ১৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবুজায়নের খরচও জনপ্রিয় হয়েছে, বিশেষ করে নতুন শক্তির যানবাহন বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৩৭.২ শতাংশ বেশি হয়েছে।

লিলি/তৌহিদ