বাংলাদেশ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন
2024-03-26 16:18:47

মার্চ ২৬: বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।

 

অভিনন্দনবার্তায় সি চিন পিং বলেন, গত ৫৩ বছরে বাংলাদেশের স্বাধীনতা, স্বতন্ত্রতা ও আত্মনির্ভরশীলতার ওপর নির্ভর করে জীবিকা উন্নত হয়েছে এবং সাফলতা অর্জন করেছে; যা সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় ভিত্তি তৈরি করেছে। চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, যা দু’দেশের মানুষের জন্য কল্যাণকর হয়েছে। চীন-বাংলাদেশ সম্পর্কের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে জনাব সি বলেন, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে দু’দেশের উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ যৌথ উদ্যোগ এগিয়ে যাবে এবং চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক গভীরতর হবে।

 

এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
(শিশির/তৌহিদ/লিলি)