মস্কোয় সন্ত্রাসী হামলার দায় আইএসের উপর চাপাতে চাইছে যুক্তরাষ্ট্র: পুতিন
2024-03-26 15:40:03

মার্চ ২৬: মস্কো হামলায় ইউক্রেন জড়িত নয়, বরং ইসলামিক স্টেট –আইএস এটা করেছে, সবাইকে এমনটা বিশ্বাস করানোর জন্য নানা চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল (সোমবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন।

 

পুতিন বলেন, রাশিয়া জানে যে, এই সন্ত্রাসী হামলা কট্টর ইসলামপন্থীরা করেছে, তবে তাদের কে নিযুক্ত করেছে তা নিয়ে মস্কো বেশি উদ্বিগ্ন।

 

রুশ প্রেসিডেন্ট বলেন, তদন্ত হতে হবে সবচেয়ে পেশাদার, বস্তুনিষ্ঠভাবে এবং কোনো রাজনৈতিক পক্ষপাত ছাড়াই। এই সন্ত্রাসী হামলা একটি ভয় দেখানোর তত্পরতা এবং প্রশ্ন হল এর থেকে কারা লাভবান হতে পারে। ২০১৪ সাল থেকে যারা ইউক্রেনীয় কর্তৃপক্ষের হাত ধরে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে তাদের ধারাবাহিক প্রচেষ্টার সঙ্গে এর একটি যোগ থাকতে পারে বলে মনে করেন পুতিন। (রুবি/হাশিম/শিশির)