দক্ষিণ চীন সাগরে স্থাপন করা হচ্ছে রেকর্ড সৃষ্টিকারী কাঠামো
2024-03-26 15:48:01

মার্চ ২৬, সিএমজি বাংলা ডেস্ক: গভীরজলের তেলক্ষেত্র লিউহুয়া ১১-১’র জন্য দক্ষিণ চীন সাগরের পার্ল নদীর অববাহিকায় একটি সুবিশাল ইস্পাতের কাঠামো স্থাপন করতে যাচ্ছে চীন। চীনের তৈরি এই কাঠামোটিকে বলা হয় ডিপওয়াটার জ্যাকেট। তেলক্ষেত্র নির্মাণে ভিত্তি হিসেবে কাজ করবে চীনের তৈরি হাইচি-২ নামের এই স্থাপনা। 

সোমবার ৪২৮ মিটার দীর্ঘ ও ৫০ হাজার টন ওজনের কাঠামোটিকে সফলভাবে জাহাজ থেকে পানিতে স্থাপন করার জন্য সাগরে নিয়ে যাওয়া হয়। 

প্রকল্পটি কাঠামোগত উচ্চতা, ওজন, অপারেটিং গভীরতা এবং নির্মাণের গতির পরিপ্রেক্ষিতে এশিয়ায় রেকর্ড সৃষ্টিকারী স্থাপনা। চীনের অফশোর মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চস্তরের প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীকও হয়েছে এই স্থাপনা।

লিউহুয়া ১১-১ হলো চীনের সবচেয়ে বড় অফশোর তেলক্ষেত্র, যেখানে ১০ কোটি টনেরও বেশি তেল মজুদ আছে বলে নিশ্চিত হয়েছেন গবেষকরা। নির্মাণকাজ শেষ হলে প্ল্যাটফর্মটিতে প্রতিদিন প্রায় ৫৬০০ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ করা যাবে।

ফয়সল/শান্তা

তথ্য ও ভিডিও: সিসিটিভি