বিনিয়োগ সম্প্রসারণে বহুজাতিক কোম্পানিকে স্বাগত জানায় চীন: ভাইস প্রিমিয়ার
2024-03-26 16:26:30

মার্চ ২৬, সিএমজি বাংলা ডেস্ক: দেশে বিনিয়োগ সম্প্রসারণের জন্য বহুজাতিক কোম্পানিকে স্বাগত জানায় চীন। সোমবার বেইজিংয়ে চীন উন্নয়ন ফোরাম ২০২৪ এ যোগদানকারী বহুজাতিক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনটা বলেছেন চীনা ভাইস প্রিমিয়ার হ্য লিফেং।

ওই বৈঠকে বিশ্ব ও চীনের অর্থনৈতিক পরিস্থিতি এবং চীনে বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং।

প্রতিনিধিদের মধ্যে ছিলেন ব্ল্যাকস্টোন গ্রুপের চেয়ারম্যান স্টিফেন শোয়ার্জম্যান, ফাইজারের চেয়ারম্যান আলবার্ট বোরলা ও অন্যরা।

ভাইস প্রিমিয়ার বলেন, চীন নতুন মানের উৎপাদনশীল শক্তির বিকাশকে ত্বরান্বিত করছে এবং চীনের অর্থনীতিও ক্রমাগত উন্নতি করছে। তিনি বলেন, উন্নয়নের এমন পরিস্থিতিতে বহুজাতিক কোম্পানিগুলোকে বিনিয়োগ প্রসারিত করতে স্বাগত জানায় চীন।

বহুজাতিক কোম্পানির প্রতিনিধিরা বলেছেন, তারা চীনা বাজারের সম্ভাবনা নিয়ে আশাবাদী এবং চীনে তাদের বিনিয়োগ বাড়াতে থাকবে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি