চীনের বাজারে যেকোনো কিছু সম্ভব: অ্যাপল সিইও
2024-03-25 15:37:49

মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, চীনা বাজার এমন এক জায়গা যেখানে ‘যেকোনো কিছু সম্ভব’ এবং অ্যাপল চীনের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বাড়ানোর আরও সুযোগ আশা করছে। রোববার বেইজিংয়ে চীনের উন্নয়ন ফোরাম ২০২৪-এর বার্ষিক সম্মেলনে এ কথা বলেন কুক।

রোববার শুরু হওয়া এ সম্মেলন চলবে সোমবার পর্যন্ত। চীনের সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং ফরচুন ফাইভ হান্ড্রেডের প্রতিনিধিসহ বিশ্বের বিখ্যাত শিক্ষাবিদরা চীনের অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন এ সম্মেলনে।

রোববার মূল অনুষ্ঠানের ফাঁকে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে চীনে অ্যাপল তাদের গবেষণা বিনিয়োগ বাড়াবে কিনা প্রশ্নে টিম বলেন, অ্যাপল গত সপ্তাহেই  চীনে একটি গবেষণা ল্যাব সম্প্রসারণের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের মাঝামাঝিতেই অ্যাপল জানিয়েছিল, এটি শাংহাইতে তাদের একটি গবেষণা ল্যাব বানাবে এবং এই বছরের শেষের দিকে শেনচেনে একটি নতুন ল্যাব স্থাপন করবে।

অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট এবং বৃহত্তর চীনের ব্যবস্থাপনা পরিচালক ইসাবেল গে মাহের মতে, পণ্যের নির্ভরযোগ্যতা, গুণমান এবং উপাদান বিশ্লেষণের পাশাপাশি উৎপাদন প্রক্রিয়াকে আরও বুদ্ধিমান কী করে করা যায়, তা নিয়ে কাজ করবে শাংহাই এবং শেনচেনের ল্যাবগুলো।

অ্যাপল আরও বলেছে, এটি চীনে গবেষণা ল্যাব নির্মাণে ধাপে ধাপে ১০০ কোটি  ইউয়ান (প্রায় ১৪ কোটি ডলার) বিনিয়োগ করেছে।

গত বৃহস্পতিবার শাংহাইতে নতুন ফ্ল্যাগশিপ অ্যাপল স্টোরের উদ্বোধনে অংশ নিয়েছিলেন অ্যাপল সিইও টিম কুক। ওটাই হতে চলেছে বিশ্বে অ্যাপলের দ্বিতীয় বৃহত্তম খুচরা বিক্রয় কেন্দ্র।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিসিটিভি