কক্সবাজারে চীনের নির্মিত বায়ু-বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু
2024-03-25 14:08:18

মার্চ ২৫: চীনা প্রতিষ্ঠানের অর্থায়ন ও প্রযুক্তিতে নির্মিত বাংলাদেশের প্রথম বায়ু শক্তি প্রকল্প, কক্সবাজার বায়ু বিদ্যুৎ কেন্দ্র গতকাল (রোববার) পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। দেশটির কর্মকর্তা জানান, বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি দেশের শক্তি কাঠামো সমৃদ্ধ করেছে এবং নবায়নযোগ্য শক্তি ক্ষেত্রের উন্নয়নে সহায়ক হবে।

উলিং পাওয়ার কর্পোরেশন লিমিটেডের বিনিয়োগে প্রকল্পের ঠিকাদার ও নির্মাতা প্রতিষ্ঠান হলো পাওয়ার চায়না ছেংদু ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড (পাওয়ার চায়না ছেংদু)।

২০২১ সালের সেপ্টেম্বরে প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়া থেকে এ পর্যন্ত প্রকল্পটি প্রায় ৫ কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুত্ উত্পাদন করে এবং এতে ১৫ হাজার টন কম কার্বন নির্গমন হয়েছে।

জানা গেছে, পূর্ণাঙ্গভাবে চালু হবার পর প্রতি বছর কক্সবাজার বায়ু বিদ্যুৎ কেন্দ্র ১৪.৫ কোটি কিলোওয়াট ঘন্টা সবুজ বিদ্যুত্ সরবরাহ করবে, যা দিয়ে ১ লাখ পরিবারের চাহিদা মিটবে। এতে ৪৪.৬ হাজার টন কয়লা বাঁচবে এবং ১.০৯২ লাখ টন কম কার্বনডাই-অক্সাইড নিঃসরণ করবে।

এ প্রকল্পে ১ হাজার ৫০০’র বেশি স্থানীয় কর্মসংস্থান হয়েছে। (প্রেমা/হাশিম)