রেনআই রিফে ফিলিপিন্সের অনুপ্রবেশ নিয়ে চীনের কঠোর মনোভাব
2024-03-25 19:07:52

মার্চ ২৫: ফিলিপিন্সে নিযুক্ত চীনের দূতাবাস আজ (সোমবার) ফিলিপিন্সের জাহাজগুলো অবৈধভাবে অবস্থানরত যুদ্ধজাহাজে সরবরাহ পাঠানোর জন্য ফিলিপিন্সের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর মনোভাব দেখিয়েছে।

চীন জানায়, ২৩ মার্চ ফিলিপিন্স নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে অবৈধভাবে অবস্থানরত যুদ্ধজাহাজে রসদ সরবরাহ করেছে এবং নির্মাণসামগ্রী পাঠিয়েছে। দেশটি স্পষ্ট উস্কানি দিয়েছে এবং ইচ্ছাকৃতভাবে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। ফিলিপিন্সের পণ্যবাহী জাহাজটি চীনের একাধিক সতর্কতা এবং রুট নিয়ন্ত্রণ উপেক্ষা করে জোর করে অনুপ্রবেশ করেছে। চীনের কোস্ট গার্ড আইন ও প্রবিধান অনুযায়ী বাধা ও অপসারণ কার্যকর করেছে। চীনের আচরণ যুক্তিসঙ্গত, আইনসম্মত ও পেশাদার।

চীন জানায়, রেনআই রিফসহ নানশা দ্বীপপুঞ্জ এবং এর সংলগ্ন জলসীমায় চীনের অকাট্য সার্বভৌমত্ব রয়েছে। চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা যাবে না। তথাকথিত ২০১৬ সালে দক্ষিণ চীন সাগর সালিসি অবৈধ ও অকার্যকর; চীন তা মানবে না। ফিলিপিন্সকে অবিলম্বে উস্কানিমূলক আচরণ বন্ধ করা, আন্তরিকতা দেখানো এবং সংলাপের সঠিক পথে ফিরে আসার তাগিদ দেয় চীন। লিলি/তৌহিদ