রাফাহতে ইসরায়েলি হামলার বিরোধিতা ফরাসি প্রেসিডেন্টের
2024-03-25 11:14:43


মার্চ ২৫: গাজা অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের ওপর ইসরায়েলের হামলার বিরোধিতা করেছেন  ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ। ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক স্থানান্তর একটি যুদ্ধাপরাধ হবে বলেও তিনি সতর্ক করেছেন। গতকাল (রোববার) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে পৃথক ফোনালাপের সময় তিনি এ সব কথা বলেছেন।

 

ফোনালাপে ম্যাখোঁ গত ২২ মার্চ ইহুদি বসতি নির্মাণের জন্য পশ্চিমতীরে ৮ বর্গকিলোমিটার ফিলিস্তিনি জমি বাজেয়াপ্ত করার ইসরায়েলের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন এবং দেশটির প্রতি অবিলম্বে এবং নিঃশর্তভাবে গাজার সমস্ত সীমান্ত খুলে দিতে আহ্বান জানিয়েছেন। ম্যাখোঁ বলেন, গাজার ভবিষ্যত কেবল ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের কাঠামোর মধ্যে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে হতে পারে।

(রুবি/হাশিম/শিশির)