চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর আমরা ভালো করছি: হন্ডুরাসের উন্নয়নমন্ত্রী
2024-03-25 15:43:46

মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সঙ্গে হন্ডুরাসের ভবিষ্যৎ বিনিময় সম্পর্ক নিয়ে আশাবাদী দেশটির অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ফ্রেডিস সেরাতো। ২৬ মার্চ চীন-হন্ডুরাস কূটনৈতিক সম্পর্ক স্থাপনের এক বছর পার হবে। এ সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিনিময় ও বিনিয়োগে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন সেরাতো।

সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে (সিজিটিএন) দেওয়া এক সাক্ষাৎকারে সেরাতো বলেন, হন্ডুরাসের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে চীন।

মন্ত্রী মনে করেন, গত বছরের মার্চে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই হন্ডুরাস ভালো করছে।

তিনি জানান, এরপর বেইজিং সফর এবং প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক হয়। একই সময় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও আলোচনা শুরু হয়।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি