আর্থিক খাত নিয়ে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বক্তৃতার বই প্রকাশিত
2024-03-25 15:35:12

মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সি চিনপিংয়ের একটি বক্তৃতার সংকলন প্রকাশ করেছে কেন্দ্রীয় পার্টির লিটারেচার প্রেস। চীনের আর্থিক খাত নিয়ে সি’র দেওয়া বক্তৃতাগুলো রয়েছে এতে।

২০১২ সালে সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, সি চিনপিংয়ের নেতৃত্বে সিপিসি কেন্দ্রীয় কমিটি চীনের আর্থিক বিষয়াদির সামগ্রিক নেতৃত্ব এবং পরিকল্পনাকে শক্তিশালী করেছে। যার মাধ্যমে দেশের আর্থিক খাত দেখেছে সুবিশাল অর্জন।

সি এই খাতের উন্নয়ন নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়গুলো চিহ্নিত করে উল্লেখযোগ্য বক্তৃতা করেছেন। তার এই বক্তৃতাগুলো চীনের আর্থিক কাজের বিষয়ের গতিপথ নিয়ে পার্টির জ্ঞানকে উন্নীত করেছে এক নতুন উচ্চতায়।

সিপিসি কেন্দ্রীয় কমিটির ইনস্টিটিউট অফ পার্টি হিস্ট্রি অ্যান্ড লিটারেচার দ্বারা সংকলিত বইটিতে ১০টি শ্রেণিতে ৩২৪টি প্রাসঙ্গিক অনুচ্ছেদ রাখা হয়েছে। ২০১২ সালের নভেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেশকটি গুরুত্বপূর্ণ কথ্য ও লিখিত বক্তৃতা এতে স্থান পেয়েছে। তবে এতে এমন কিছু লেখাও আছে, যেগুলো এই সংকলনেই প্রকাশ হয়েছে প্রথমবারের মতো।

 

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন