চীনে বিনিয়োগ অব্যাহত রাখবে মার্সিডিজ বেঞ্জ
2024-03-25 15:39:02

মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: মার্সিডিজ-বেঞ্জ চীনে বিনিয়োগ অব্যাহত রাখবে এবং চীনের বাজারে পরবর্তী প্রজন্মের বৈদ্যুতিক গাড়ি আনার প্রস্তুতি নিচ্ছে। রোববার মার্সিডিজ-বেঞ্জ গ্রুপের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ওলা কালেনিয়াস বেইজিংয়ে চীনের উন্নয়ন ফোরাম ২০২৪ সম্মেলনের এক ফাঁকে এ মন্তব্য করেন।

ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের মূল বক্তব্য শোনার পর চীনা বাজারের প্রতি আস্থা প্রকাশ করে ক্যালেনিয়াস বলেন, কোম্পানিটি চীনে তার কার্যক্রমে ব্যাপক বিনিয়োগ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী লি ছিয়াং চীনের অর্থনীতির সম্ভাবনার কথা বলেছেন।

মার্সিডিজ-বেঞ্জ চীনে ২০ বছরেরও বেশি সময় ধরে বিনিয়োগ করছে এবং তা অব্যাহত থাকবে বলেও জানান কালেনিয়াস।

চীনের সঙ্গে দৃঢ় বাণিজ্যিক সম্পর্কে গুরুত্ব জোর দিয়ে কালেনিয়াস আরও বলেন, চীন বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার এবং এটি মার্সিডিজের জন্যও সবচেয়ে বড় বাজার। চীনের বাজারের জন্য প্রতিষ্ঠানটি যত গাড়ি তৈরি করছে তা চীনেই তৈরি হচ্ছে বলে জানান তিনি।

চীন থেকে ইউরোপে রপ্তানিকারকদের সঙ্গে মার্সিডিজ বেঞ্জ কাজ করছে এবং বাণিজ্য সম্পর্ক উন্মুক্ত ও প্রাণবন্ত রাখলে দুই পক্ষই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জিতবে বলে মনে করেন কালেনিয়াস।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিসিটিভি