২.৩ ট্রিলিয়ন ইউয়ান ছাড়াবে চীনের মহাকাশ বাণিজ্য
2024-03-25 15:41:57

মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৪ সালে চীনের মহাকাশ সংক্রান্ত বাণিজ্যের আকার ২ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে বলা ধারণা করা হচ্ছে।

দেশটিতে এখন ১০০টিরও বেশি বাণিজ্যিক মহাকাশ উড্ডয়ন কম্পানি রয়েছে। এর মধ্যে শীর্ষ পাঁচটি বেইজিং, দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশ এবং মধ্য চীনের হুবেই প্রদেশে অবস্থিত।

সংশ্লিষ্ট খাত নিয়ে একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্যানুসারে, ২০১৫ সাল থেকে চীনের মহাকাশ সংক্রান্ত বাণিজ্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ খাতে গড় বার্ষিক প্রবৃদ্ধির হার ২০ শতাংশেরও বেশি। 

জাতীয় প্রতিরক্ষা শিল্প সমিতির মহাকাশ বাণিজ্য শাখার চেয়ারম্যান ইয়াং ইছিয়াং বলেন, ‘যোগাযোগ শিল্পে এটি এক ট্রিলিয়ন ইউয়ানের বাজার। পাঁচ থেকে দশ বছরের মধ্যে যদি আমরা পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি উদ্ভাবন করতে পারি তা হলে হাজার হাজার বাণিজ্যিক উপগ্রহ মহাকাশে পাঠাতে পারবো।’

শুভ/শান্তা/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি