গাজায় গুরুতর সংঘাত এড়াতে মিশর ও জাতিসংঘের আহ্বান
2024-03-25 14:33:24

মার্চ ২৫: কায়রো সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল রোববার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করেছেন। গাজায় সংঘর্ষের গুরুতর অবনতি এড়াতে দু’পক্ষ আহ্বান জানিয়েছে।

মিশরের প্রেসিডেন্ট ভবনের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় পরিস্থিতি দিন দিন গুরুতর হচ্ছে, তাই সংঘর্ষের বিস্তার রোধ করা উচিত। ফিলিস্তিনিদের গৃহহীন করার অপচেষ্টার দৃঢ় প্রতিবাদ জানিয়েছেন এবং গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে যে কোনো সামরিক অভিযান না চালাতে সর্তক করেছেন তাঁরা।

তাঁরা জোর দিয়ে বলেছেন যে, ‘দুই রাষ্ট্রনীতি এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাস্তবায়নের একমাত্র পদ্ধতি। তাই এটি বাস্তবায়নে যথাযথ ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি করা জরুরি।

এদিকে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরিও জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সাথে গাজায় মানবিক ত্রাণ নিয়ে বৈঠক করেছেন। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ইসরায়লকে গাজায় মানবিক ত্রাণের বাধা দূর করতে এবং গাজায় যাওয়ার প্রবেশপথ খুলে দেওয়ার দাবি জানান জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে গাজায় মানবিক যুদ্ধবিরতির বাস্তবায়নে আহ্বান জানান তিনি।

এর আগে ২৩ মার্চ মিশর ও গাজার মধ্যে অবস্থিত রাফাহ বন্দরে গিয়ে ফিলিস্তিনীদের সমর্থন জানিয়েছেন গুতেরেস।(সুবর্ণা/হাশিম/শিশির)