চীনা ফ্যাশন সপ্তাহ ২০২৪ শুরু
2024-03-25 15:45:28

মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক : চীনা ফ্যাশন সপ্তাহ ‘শরৎ এবং শীত ২০২৪’ শুরু হয়েছে। শনিবার বেইজিংয়ে শুরু হওয়া ৯ দিনব্যাপী এই ইভেন্ট চলবে ৩১ মার্চ পর্যন্ত।  এতে চীনের ও চীনের বাইরের ডিজাইনাররা শতাধিক ফ্যাশন সামগ্রী প্রদর্শন করবে, যা মূলত এই শরৎ এবং শীতের ফ্যাশন প্রবণতা মাথায় রেখে তৈরি করা হয়েছে। 

আয়োজকরা জানান, ঐতিহ্যগত চীনা নান্দনিকতা এবং অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য উদ্ভাবন এই বছরের ফ্যাশন সপ্তাহে তুলে ধরা হবে।

শরৎ এবং শীত মৌসুমের জন্য এবারের চায়না ফ্যাশন সপ্তাহে ক্লোইসন, মিয়াও এমব্রয়ডারি এবং সং ব্রোকেডের সঙ্গে সৃষ্টির বিশেষ প্রকাশের ইভেন্টগুলো হাইলাইট করা হবে।

চীনের ফ্যাশন শিল্পের বিকাশের সাক্ষী এই ইভেন্টটি ডিজাইনার এবং বাজারের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। ফ্যাশন সপ্তাহের আয়োজনটি ২৬ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে।  

ঐশী/ফয়সল 

তথ্য ও ছবি : সিসিটিভি