ফ্রান্সে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা
2024-03-25 14:09:26

মার্চ ২৫: ফ্রান্সে সন্ত্রাসী হামলার হুমকির পরিপ্রেক্ষিতে দেশটির সন্ত্রাসবিরোধী নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিয়েছেন দেশটি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল।

রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত মন্ত্রিসভার জরুরি নিরাপত্তা বৈঠকে মস্কো কনসার্ট হলের সন্ত্রাসী হামলা ও এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এর পর আটাল সামাজিক  যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন, চরমপন্থী সংস্থা ‘আইএসে’র সন্ত্রাসী হামলার আশঙ্কায় সরকার সন্ত্রাসবিরোধী নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী ভবন জানায়, সোমবার সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগ সন্ত্রাস দমন নিরাপত্তা নিয়ে বৈঠক করবে।  (প্রেমা/হাশিম)