চীনা ও নাউরু প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
2024-03-25 20:44:00


 

মার্চ ২৫: আজ (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বেইজিং গণমহাভবন সফররত নাউরু প্রেসিডেন্ট ডেভিড রানিবক আডিয়াং বৈঠক করেছেন।

সি চিন পিং বলেছেন, গত জানুয়ারি মাসে নাউরু এক-চীন নীতি মেনে চলে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছিল, যা ইতিহাস ও যুগের ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ। যে কোন সময় বন্ধুত্ব শুরু হলে উজ্জ্বল ভবিষ্যত গড়ে ওঠে। চীন ও নাউরুর সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে এবং নাউরুর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সুন্দর ভবিষ্যত তৈরি করতে চায় চীন।

সি চিন পিং জোর দিয়ে বলেছেন, সমান আচরণ করা চীনা কূটনীতির বৈশিষ্ট্য। চীন সবসময় মনে করে- দেশ বড় বা ছোট, শক্তিশালী বা দুর্বল, ধনী বা দরিদ্র যাই হোক- তা সমতার ভিত্তিতে হতে হয়। চীন উন্নয়নশীল দেশের সদস্য এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের ভোট সবসময় উন্নয়নশীল দেশের পক্ষে। চীন-নাউরু সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমর্থনের সম্পর্ক। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়নের অধিকার রক্ষায় নাউরুকে সমর্থন জানায় বেইজিং।

বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা দলিল স্বাক্ষর করায় নাউরুকে স্বাগত জানায় চীন। নাউরুর সঙ্গে বাণিজ্যিক বিনিয়োগ, অবকাঠামো নির্মাণসহ নানা খাতে বাস্তব সহযোগিতা প্রসারিত করতে চায় বেইজিং। পাশাপাশি নাউরুর স্বাধীনতা ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে রাজনৈতিক শর্তমুক্ত সহযোগিতা দিবে চীন। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও যুবকসহ নানা খাতে বিনিময় জোরদার করবে দু’পক্ষ এবং  দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার কাঠামোতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাউরুকে সহায়তা দেবে চীন।

নাউরুর সঙ্গে জাতিসংঘ, প্রশান্ত মহাসাগরীয় ফোরামসহ বহুপক্ষীয় খাতে যোগাযোগ ও  সমন্বয় জোরদার করবে চীন। যাতে উন্নয়নশীল দেশের অভিন্ন স্বার্থ রক্ষা করা যায়।

(শিশির/তৌহিদ/লিলি)