ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায়না রিসার্চ সেন্টার উদ্বোধন
2024-03-25 17:20:08

মার্চ ২৫:  গতকাল (রোববার) বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায়না রিসার্চ সেন্টার উদ্বোধন করা হয়েছে।

শাংহাই আন্তর্জাতিক  গবেষণালয়ের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় চায়না রিসার্চ সেন্টারের  একাডেমিক কমিটির চেয়ারম্যান চেন তুং সিয়াও,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও চায়না রিসার্চ সেন্টারের একাডেমিক কমিটির  ভাইস চেয়ারম্যান এএসএম মাকসুদ কামাল, বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দু’দেশের থিঙ্ক ট্যাংক, মিডিয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ চার শতাধিক অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাকসুদ তাঁর ভাষণে বলেন, চায়না রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা চীন-বাংলাদেশ গভীর মৈত্রীর প্রতিফলন এবং দু’পক্ষের শিক্ষা ও একাডেমিক বিনিময় ও সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এ সেন্টার এমন একটি প্ল্যাটফর্ম দেবে সেখানে বাংলাদেশের গবেষক গভীরভাবে চীনের সংস্কৃতি, ইতিহাস ও সমাজ সম্পর্কে জানতে পারবেন। যা স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ বাস্তবায়নের জন্য অর্থবহ।

 অধ্যাপক চেন তুং সিয়াও বলেন, চায়না রিসার্চ সেন্টারের কেন্দ্রীয় দায়িত্ব হবে চীন-বাংলাদেশ আর্থ-সামাজিক সহযোগিতা ও বিনিময় জোরদার করা। আশা করা যায়, দু’পক্ষের যৌথ চেষ্টায় এ সেন্টারটি একটি উচ্চ মান ও উন্মুক্ত সাংস্কৃতিক বিনিময়ের প্ল্যাটফর্মে পরিণত হবে। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার চায়না রিসার্চ সেন্টার একটি কেন্দ্রীয় গবেষণাগারে পরিণত হবে এবং চীন-বাংলাদেশ অর্থনীতি, সমাজের উন্নয়ন ও মানুষের বিনিময় জোরদার করবে।  

শাংহাই আন্তর্জাতিক গবেষণালয়ের উদ্যোগে চীনের থুং চি বিশ্ববিদ্যালয়, ইউন নান বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ নানা গবেষণালয় ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চায়না রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে।

(শিশির/তৌহিদ/লিলি)