ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় অন্তত ৩১ জন নিহত
2024-03-25 15:31:47

মার্চ ২৫: ইসারায়েলের বাহিনী গতকাল (রোববার) দক্ষিণ ও মধ্য গাজা উপত্যকার একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৩১ জন মারা গেছে। ফিলিস্তিনের টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, রোববার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরের অন্তত ৪টি আবাসিক ভবনে বোমা হামলা চালায়। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। সেদিন গাজা উপত্যকার মধ্যাঞ্চলে দেইর আল বালাহের একটি ভবনে বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৮ জন নিহত হয়ছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন গতকাল একটি বিবৃতি জারি করে বলেছে, সেদিন ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতাল এবং আল-আমাল হাসপাতালে হামলা চালিয়েছে। দুটো হাসপাতালের চিকিৎসা কর্মী, হতাহত, রোগী এবং গৃহহীন মানুষ ‘মারাত্বক বিপজ্জনক’ অবস্থায় রয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগের গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টার মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৮৪ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছে।

গত বছর অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েল নতুন দফা সংঘর্ষ শুরু হওয়ার পর, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩২ হাজার ২০০ জন নিহত এবং ৭৪ হাজারের বেশি আহত হয়েছে।

(অনুপমা/হাশিম)