যুক্তরাষ্ট্রের উচিত চীনা কোম্পানির জন্য ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও বৈষম্যহীন বাণিজ্যিক পরিবেশ প্রদান করা: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-03-25 17:19:43

মার্চ ২৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র লি ছিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনা কোম্পানির জন্য ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও বৈষম্যহীন বাণিজ্যিক পরিবেশ প্রদান করা। আজ (সোমবার) অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্প্রতি কিছু গণমাধ্যমের খবরে বলা হয় মার্কিন অর্থমন্ত্রী ইয়েলেন এপ্রিলে চীনে সফর করবেন। এ সম্পর্কে মুখপাত্র বলেন, চীন ও যুক্তরাষ্ট্র আর্থ বাণিজ্যিক সমস্যায় ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রয়েছে, তবে, তার সফর এখনও ঠিক করা হয়নি।

 মুখপাত্র বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্ক দু’দেশ ও বিশ্বের জন্য কল্যাণকর। যুক্তরাষ্ট্রের উচিত চীনের সঙ্গে একই দিকে এগিয়ে যাওয়া এবং দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরি করা।

(তুহিনা/তৌহিদ/শিশির)