লি ছিয়াংয়ের আমন্ত্রণে চীন সফরে এসেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
2024-03-25 15:40:44

মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে সোমবার ছয় দিনের সরকারি সফরে বেইজিং পৌঁছেছেন।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান জানিয়েছেন, চীন-শ্রীলঙ্কা ঐতিহ্যবাহী বন্ধুত্ব অব্যাহত রাখা, রাজনৈতিক আস্থা আরও গভীর করা এবং বাস্তব সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি অভিন্ন স্বার্থের আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে চীনা নেতারা গুনাবর্ধনের সঙ্গে মতবিনিময় করবেন।

লিন বলেন, চীন ও শ্রীলঙ্কা প্রতিবেশী এবং ঐতিহ্যগত বন্ধুত্বের অংশীদার। ১৯৫৭ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, দুই দেশ সবসময় একে অপরকে সাহায্য করেছে। দুটি দেশ বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক বছরগুলিতে, চীন ও শ্রীলঙ্কা উচ্চ-পর্যায়ের আদান-প্রদান, অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি এবং অন্যান্য ক্ষেত্রে ঘনিষ্ঠ বিনিময় ও সহযোগিতা প্রত্যক্ষ করেছে।

গত অক্টোবরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ বেইজিংয়ে তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনে যোগ দেন। ওই ফোরামে চীন-শ্রীলঙ্কা সম্পর্কের উন্নয়নে দুই পক্ষই কিছু গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছায়।

মুখপাত্র উল্লেখ করেন, চীন উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার জন্য যৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে কাজ করতে প্রস্তুত।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিজিটিএন