যুদ্ধ প্রস্তুতি পরিদর্শনে চীনা শান্তিরক্ষীদের সাফল্য
2024-03-24 15:42:49

মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: সম্প্রতি দক্ষিণ সুদানের ওয়াউ শহরে চীনা শান্তিরক্ষীদের একটি ব্যাচ জাতিসংঘ মিশনের যুদ্ধ প্রস্তুতি পরিদর্শনে পাস করেছে। এ ক্ষেত্রে চীনা সেনারা বেশ উচ্চমানের মূল্যায়নেই পাস করেছে বলে জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণত প্রতি ছয় মাসে একবার করে শান্তিরক্ষীদের যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন পরিচালনা করে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার মতো সক্ষমতা আছে কিনা তা নিশ্চিত করতে এ পরিদর্শন চালানো হয়।

এই মূল্যায়নের সময়, চীনের সদস্যদের সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণের স্তর, কর্মপরিকল্পনার সক্ষমতা এবং জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়া বিশ্লেষণ এবং মূল্যায়ন করেছে চারটি ধাপ। ধাপগুলো হলো—ব্রিফিং সেশন, পরিস্থিতির অনুশীলন, সাইটে প্রশ্ন করা এবং নথি পর্যালোচনা।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ছবি: সিসিটিভি